নিউমার্কেটের জিলানী মার্কেট দখলের চেষ্টায় আটক বিএনপি নেতা জাহাঙ্গীর পাটোয়ারি

Date: 2024-10-02
news-banner

 রাজধানীর নিউমার্কেট থানা সংলগ্ন জিলানী মার্কেট দখলের চেষ্টায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারিসহ তিনজনকে যৌথ বাহিনী আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যার পর দুই শতাধিক লোক নিয়ে মার্কেটটি দখল করতে গেলে তাদের আটক করা হয়।

নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাত সাড়ে ৯টার দিকে তিনি বলেন, মার্কেটের মালিকানা নিয়ে বিরোধের সূত্র ধরে জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি তার সমর্থকদের নিয়ে মার্কেট দখলের চেষ্টা করেন।

জিলানী মার্কেটের ব্যবসায়ীদের মতে, মার্কেটের একটি নির্বাচিত কমিটি রয়েছে, কিন্তু পরাজিত পক্ষের সমর্থন নিয়ে জাহাঙ্গীর মার্কেটটি দখল করতে আসেন। খবর পেয়ে পুলিশ এবং পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনজনকে আটক করে নিয়ে যায়।

থানা সূত্রে জানা গেছে, আটক তিনজন বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তবে তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন পক্ষ থেকে তদবির চলছে।


Leave Your Comments