নেতানিয়াহুর বাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা, হতাহতের ঘটনা নেই

Date: 2024-10-19
news-banner

লেবানের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালিয়েছে। শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে এ হামলা হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, লেবানন থেকে ছোড়া একটি ড্রোন নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে। তবে হামলার সময় নেতানিয়াহু, তার স্ত্রী ও পরিবারের সদস্যরা সিজারিয়াতে অবস্থান করছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী এবং নেতানিয়াহুর দপ্তর ড্রোন হামলার সত্যতা নিশ্চিত করেছে।

ইসরায়েলি বাহিনী জানায়, হামলার পরপরই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে তেলআবিবে। হিজবুল্লাহর পাঠানো আরও দুটি ড্রোন তেলআবিবের দিকে আসছিল, কিন্তু সেগুলোকে ইসরায়েলি সেনাবাহিনী ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।

হামলার সময় গিলিলাত সামরিক ঘাঁটিতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে সেনাবাহিনী পরবর্তীতে জানায়, ওই ড্রোনগুলো গিলিলাত এলাকায় পৌঁছায়নি।

এই ড্রোন হামলা ইসরায়েল-লেবানন সীমান্ত উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে এবং অঞ্চলজুড়ে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে কোনো ধরনের হামলা প্রতিরোধে সতর্ক রয়েছে।

Leave Your Comments