ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে এক ইসরায়েলের নাগরিক গ্রেফতার

Date: 2024-09-20
news-banner


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে দেশটির এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এই হত্যাচেষ্টার পেছনে ইরানের একটি চক্রান্ত ছিল। সন্দেহভাজন ব্যক্তি দুইবার গোপনে ইরানে গিয়েছিলেন এবং এই মিশন বাস্তবায়নের জন্য অর্থও নিয়েছিলেন।

বৃহস্পতিবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বরাতে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি একজন ব্যবসায়ী এবং তিনি তুরস্কে বসবাস করতেন। তার লক্ষ্য ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে হত্যা করা।

গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তি এ বছরের এপ্রিল এবং মে মাসে ইরানি ব্যবসায়ী এডির সঙ্গে সাক্ষাৎ করতে দুইবার তুরস্কে গিয়েছিলেন। তিনি সেখানে ইরানের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করেন। এডি এবং ইরানের কর্মকর্তারা তাকে ইসরায়েলের ভেতরে বিভিন্ন নিরাপত্তা মিশন পরিচালনার নির্দেশ দিয়েছিলেন।

সন্দেহভাজন ব্যক্তি চোরাই পথে ইরানে গিয়েছিলেন, কারণ এডির ইরান ছাড়তে সমস্যা হচ্ছিল। ইরান সফরের সময় ওই ইসরায়েলি নাগরিককে তুরস্কের দুই নাগরিক সাহায্য করেছিলেন।

যদিও গত মাসে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তবে সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এই ঘটনার পেছনে ইরানের সম্পৃক্ততা থাকার বিষয়ে তদন্ত করছে এবং আন্তর্জাতিক চক্রান্তের প্রমাণ খুঁজছে।


Leave Your Comments