নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুই দিনের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫১ জনে পৌঁছেছে। এছাড়া এখনো ৫৬ জন নিখোঁজ রয়েছেন। বিপর্যস্ত পরিস্থিতিতে তিন দিনের জন্য সব স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার (২৯ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে কাঠমান্ডুর নিচু এলাকাগুলোতে বন্যা দেখা দিয়েছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
কাঠমান্ডু কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত স্কুল ও বিশ্ববিদ্যালয় ভবনগুলোর মেরামতের কাজ চলমান থাকায় শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা সমস্যায় পড়েছেন। নেপালের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী ভট্টরাই জানিয়েছেন, "আমরা ক্ষতিগ্রস্ত এলাকার স্কুলগুলো তিন দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।"
আবহাওয়া অফিসের মতে, রোববার সকালে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে এবং আগামী দিনগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
ভূমিধসের কারণে কাঠমান্ডুর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে রাজধানী থেকে অনেক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকর্মীরা হেলিকপ্টারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। এদিকে, স্থানীয় ফ্লাইটগুলো পুনরায় চালু করা হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে শুক্রবার সন্ধ্যায় ১৫০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালে নেপালে বৃষ্টি সংশ্লিষ্ট দুর্যোগে এ পর্যন্ত অন্তত ২৬০ জনের প্রাণহানি ঘটেছে।