ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক পদে মোহাম্মদ শাহেদুর রহমানের নাম সুপারিশের ব্যাপারে মন্তব্য করেছেন। তিনি বিষয়টি অসত্য ও বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বিষয়ে বক্তব্য দেন।
তিনি জানান, ১৫ অক্টোবর শাহেদুর রহমানকে এনআইবির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলেও, ২২ অক্টোবর তার নিয়োগ বাতিল করা হয়। তার মতে, সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়েছে, তাদের কাছে এই বাতিল নোটিশও জানা থাকার কথা। তবে অসত্য তথ্য প্রচার করে বিষয়টি বিতর্কিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম আরও জানান, মূলত আওয়ামী বিরোধী ও আন্দোলনপন্থী একটি গ্রুপের সুপারিশেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা একাডেমিক যোগ্যতার বিবেচনায় তাকে নিয়োগ দিলেও তার রাজনৈতিক পটভূমি সম্পর্কে অবগত হওয়ার পরই ওই নিয়োগ বাতিল করা হয়।
উল্লেখ্য, গত মাসে ১৫ অক্টোবর সচিবালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে শাহেদুর রহমানকে দুই বছরের জন্য এনআইবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ২২ অক্টোবর আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগটি বাতিল করা হয়।