নেইমার আসছেন বাংলাদেশে: ব্রাজিল সুপারস্টারকে খালি চোখে দেখার সুযোগ!

Date: 2024-10-07
news-banner
ফুটবল বিশ্বে ঐতিহ্য আর সাফল্যে ভরপুর ব্রাজিলের সমর্থকদের সংখ্যা পৃথিবীজুড়েই ব্যাপক। বাংলাদেশেও ব্রাজিল সমর্থকদের সংখ্যা কম নয়। প্রতিটি ফুটবল বিশ্বকাপ বা বড় আসরে হলুদ জার্সি পরে ব্রাজিলের জন্য গলা ফাটাতে দেখা যায় এদেশের ভক্তদের। নেইমার, ভিনিসিয়ুসদের খেলায় মুগ্ধ এ সমর্থকরা সাধারণত টেলিভিশনের পর্দায়ই তাদের প্রিয় তারকাদের খেলা দেখেই খুশি হন। তবে ভক্তদের অনেকেরই ইচ্ছা থাকে নেইমারদের একবার খালি চোখে সামনে থেকে দেখার। কিন্তু তা পূরণ করা বেশিরভাগের পক্ষেই সম্ভব হয় না, কারণ খরচের ভার অনেক বেশি।

তবে এবার নেইমারের বাংলাদেশি ভক্তদের জন্য এল এক বড় সুখবর। বাংলাদেশি বংশোদ্ভূত রবিন মিয়া, যিনি নেইমারের বন্ধু ও দীর্ঘদিন ধরে তার সঙ্গে কাজ করছেন, জানিয়েছেন, ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে বাংলাদেশে আনার পরিকল্পনা চলছে। আগামী বছরের শুরুতেই (২০২৫ সাল) বাংলাদেশের মাটিতে দেখা যেতে পারে এই ফুটবল আইকনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রবিন মিয়া বলেন, "নেইমারের আসার ব্যাপারে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশাকরি, আগামী বছরের শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব।"

এর আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এবং আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশ সফর করেছিলেন। তবে সেই সফরগুলো বিতর্কের জন্ম দিয়েছিল। নেইমারের সফরের সময় যেন এমন কিছু না ঘটে, সে ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকবেন বলে জানান রবিন মিয়া। তিনি আরও বলেন, "আমি চাই নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, তবে আমরা যতটুকু সম্ভব, ততটুকুই করব।"

নেইমারের এই সম্ভাব্য বাংলাদেশ সফর ভক্তদের মাঝে নতুন করে উত্তেজনা ও আনন্দের সঞ্চার করেছে।

Leave Your Comments