নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Date: 2024-11-26
news-banner

নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমড়ুল মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কাছিকাটা এলাকার ১০ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা জেলার চাটমোহর উপজেলার কৈশবপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোতালেব হোসেন (৪৫) এবং একই এলাকার মৃত জয়েন প্রামাণিকের ছেলে শাহ আলম (৪৭)।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার পর স্থানীয়রা ব্রিজের ওপর দুটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

তবে কোন গাড়িটি মোটরসাইকেলটিকে চাপা দিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

এ দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কের এ অংশে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাত গাড়ির সন্ধান পেতে মহাসড়কের আশপাশে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave Your Comments