নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

Date: 2024-09-23
news-banner

নাটোরের লালপুরে ফ্রিজের তারের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফিজুর রহমান নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল কালুপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান (৪০) ওই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

ঘটনার বিষয়ে নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন জানান, হাফিজুর তার নিজ গ্রামের বাসিন্দা বাবলুর বাড়িতে ইলেকট্রিকের কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাফিজুরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Leave Your Comments