এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গুলশান থেকে গ্রেপ্তার

Date: 2024-10-02
news-banner

 এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

রেজাউল করিম জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে তদন্ত চলছিল এবং তাকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে বা মামলাগুলোর বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

নজরুল ইসলাম মজুমদার ২০০৮ সালের জানুয়ারি থেকে একটানা ১৭ বছর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি) এর চেয়ারম্যান ছিলেন। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএবি এবং এক্সিম ব্যাংকের নেতৃত্ব থেকে অব্যাহতি পান।

তার গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলাগুলো নিয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

Leave Your Comments