ময়মনসিংহে পাহাড়ি ঢলে প্লাবিত ৫০টি গ্রাম, লক্ষাধিক মানুষ পানিবন্দি
Date: 2024-10-05
ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ১৭টি ইউনিয়নের ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এ দুর্যোগে লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন বিভাগের কন্ট্রোল রুম।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তা মো. সানোয়ার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে নারী ও শিশুসহ ৭ শতাধিক মানুষ আশ্রয় নিয়েছে। তাদের জন্য শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হালুয়াঘাট সীমান্তের চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে আশপাশের এলাকা প্লাবিত হয়। স্থানীয় নদীগুলোর তীরবর্তী বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি লোকালয়ে প্রবেশ করে। এতে ভূবনকুড়া, গাজিরভিটা, কৈচাপুরসহ কয়েকটি ইউনিয়নের গ্রামগুলো প্লাবিত হয়েছে। পুকুরের মাছ ভেসে গেছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলা কৃষি অফিসের সূত্র অনুযায়ী, ধানের জমি প্লাবিত হয়েছে ১৫ হাজার ৪৩৮ হেক্টর, যার মধ্যে ৯ হাজার ৭৮ হেক্টর পুরোপুরি ডুবে গেছে। এছাড়া সবজি ক্ষেতেরও আংশিক ক্ষতি হয়েছে।
ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তারা জানান, বৃষ্টি ও ঢলের কারণে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। প্রশাসন থেকে বন্যাদুর্গতদের জন্য খাদ্য সহায়তা বিতরণ চলছে এবং ক্ষতিগ্রস্ত এলাকার জনসাধারণকে সহায়তা দেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more