সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বঙ্গোপসাগরের মোহনায় বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমার নৌবাহিনীর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এক জেলে নিহত এবং আরও তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। নিহত জেলের নাম ওসমান, তিনি টেকনাফের শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাসিন্দা এবং বাচ্চু মিয়ার ছেলে। আহত ৩ জনও একই ট্রলারের জেলে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ও আহত জেলেরা শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকানাধীন একটি ফিশিং ট্রলারে মাছ ধরার কাজ করছিলেন। ট্রলারের মালিক সাইফুল জানান, হঠাৎ করেই মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা তাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালায়। এতে ওসমানসহ চারজন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে ওসমানের মৃত্যু হয়।
মিয়ানমারের নৌবাহিনী তখনো ট্রলারসহ মাঝি-মাল্লাদের ধরে মিয়ানমারে নিয়ে যায়। প্রায় ৬০ জন জেলে ও ৫টি ট্রলার আটক করা হয়। তবে দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয় এবং তারা নিরাপদে টেকনাফ উপকূলের দিকে রওনা দেয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, মিয়ানমারের নৌবাহিনী ধরে নিয়ে যাওয়া মাঝি-মাল্লাদের ছেড়ে দিয়েছে। তারা এখন শাহপরীর দ্বীপের দিকে ফিরছে। কূলে পৌঁছালে বিস্তারিত তথ্য জানা যাবে।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে আরো তথ্য সংগ্রহ করছে।