সিরাজগঞ্জে প্রেমের টানে হিন্দু থেকে মুসলমান হয়ে প্রেমিককে বিয়ে করলেন কলেজ ছাত্রী

Date: 2024-09-22
news-banner


সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় ভালোবাসার টানে এক কলেজ ছাত্রী ধর্ম পরিবর্তন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তিথী রানী নামের ১৮ বছর বয়সী এই ছাত্রী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন এবং পরে ২৮ বছর বয়সী জাহিদুল আকন্দের সাথে বিবাহ সম্পন্ন করেন। তিথী রানী উপজেলার চান্দাইকোনা এলাকার নিপেন চন্দ্র অধিকারীর মেয়ে এবং হাজী ওহায়েদ মরিয়ম অনার্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম পরিবর্তন করে মোছা. আসমিরা খাতুন রাখা হয়।

আসমিরা খাতুনের স্বামী জাহিদুল আকন্দ চান্দাইকোনা ইউনিয়নের কোদলা গ্রামের কামাল পাশা ও সেলিনা খাতুন দম্পতির ছেলে। তাদের প্রেমের সম্পর্ক শুরু হওয়ার পর থেকেই আসমিরা ইসলামের বিষয়ে আগ্রহী হয়ে উঠেন এবং ইসলামের প্রতি ভালোবাসা থেকেই তিনি হিন্দু ধর্ম ত্যাগ করেন।

গত ১৩ সেপ্টেম্বর, আসমিরা একজন মাওলানার মাধ্যমে পবিত্র কালেমা শরীফ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর পর ১৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জজ কোর্টে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এফিডেভিট করে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। ১৭ সেপ্টেম্বর, আনুষ্ঠানিকভাবে সেই একই আদালতে আরেকজন আইনজীবীর মাধ্যমে এফিডেভিট করে তাদের বিবাহ সম্পন্ন হয়।

আসমিরা খাতুনের স্বামী জাহিদুল আকন্দ জানান, তাদের পরিচয়ের পর থেকেই আসমিরা ইসলাম সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করতেন এবং আস্তে আস্তে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। জাহিদুল বলেন, "আসমিরা ইসলামকে ভালোবেসেই হিন্দু ধর্ম ত্যাগ করেছে। আমরা দোয়া চাই, যেন সারাজীবন একসঙ্গে থাকতে পারি এবং ইসলামিক বিধান মেনে চলতে পারি।"


Leave Your Comments