দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তির আগেই ব্লকবাস্টার তকমা পেয়েছে। সুকুমার পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ডিসেম্বর, তবে এরই মধ্যে ছবিটি ১ হাজার কোটি রুপির বেশি আয় করেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় হাজার কোটি টাকা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছবির বিভিন্ন স্বত্ব বিক্রির মাধ্যমেই এ বিপুল অঙ্কের আয় করেছে ‘পুষ্পা ২’। ৫০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমা এরই মধ্যে প্রযোজনা সংস্থাকে দ্বিগুণ আয় এনে দিয়েছে।
ছবিটির বিভিন্ন ভাষায় প্রদর্শনের স্বত্ব ৬৬০ কোটি রুপিতে বিক্রি হয়েছে, যার মধ্যে শুধুমাত্র তেলেগু ভাষার স্বত্ব বিক্রি করা হয়েছে ২২০ কোটি রুপিতে এবং হিন্দি সংস্করণের স্বত্ব ২০০ কোটি রুপিতে। এছাড়াও, তামিল ভাষার জন্য ৫০ কোটি এবং আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব বিক্রি করা হয়েছে ১৪০ কোটি রুপিতে। ওটিটি, স্যাটেলাইট এবং সংগীতের স্বত্বও বিক্রি হয়েছে যথাক্রমে ২৭৫, ৮৫ এবং ৬৫ কোটি রুপিতে।
সিনেমা বিশেষজ্ঞদের মতে, মুক্তির আগেই এমন বিপুল আয় করা ‘পুষ্পা ২’ ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে নতুন নজির গড়েছে। বক্স অফিসেও এটি নতুন রেকর্ড করবে বলে অনেকেরই ধারণা।
এর আগে, ছবির প্রথম কিস্তি ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছিল এবং ছবিটির আইটেম গান দিয়ে সামান্থা রুথ প্রভু প্রশংসিত হয়েছিলেন। এবার ‘পুষ্পা ২’-এর আইটেম গানে থাকছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, যা নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
‘পুষ্পা ২’ এর সফলতা মুক্তির আগেই ভারতের চলচ্চিত্র শিল্পে নতুন রেকর্ড গড়েছে, এবং সিনেমাপ্রেমীদের মধ্যে এর মুক্তি নিয়ে উত্তেজনা তুঙ্গে।