মেট্রোরেল শুক্রবারও চলবে ২০ সেপ্টেম্বর থেকে

Date: 2024-09-18
news-banner

স্বাধীন ডেস্ক :

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে জানানো হয়েছে যে, আগামী ২০ সেপ্টেম্বর ২০২৪ সাল থেকে প্রতি শুক্রবার নিয়মিত মেট্রোরেল চলাচল করবে। এই দিন মেট্রোরেল চলাচল করবে বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত। বাকি ৬ দিন আগের মতোই স্বাভাবিক সময়ে মেট্রোরেল পরিচালিত হবে।

ডিএমটিসিএল-এর কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী, এমআরটি লাইন-৬ এর অধীনে পরিচালিত মেট্রোরেল আগামী শুক্রবার থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। পাশাপাশি, মতিঝিল থেকে উত্তরা উত্তরের দিকে মেট্রোরেল বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে।

এই নতুন সময়সূচি শুক্রবারের জন্য নির্ধারিত হলেও, অন্যান্য দিনগুলিতে আগের মতোই মেট্রোরেল চলবে।


Leave Your Comments