এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ও সুবিধা ইএফটির মাধ্যমে প্রদানের অগ্রগতি পর্যালোচনায় সভা

Date: 2024-10-01
news-banner

এমপিওভুক্ত  শিক্ষক-কর্মচারীদের বেতন, ভাতা, অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) এর মাধ্যমে প্রদান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার জন্য একটি সভা আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (১ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক নোটিশে এই সভার কথা জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী ২ অক্টোবর বিকেল ৩টায় অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।

নোটিশে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। সভায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ও অন্যান্য সুবিধা ইএফটির মাধ্যমে প্রদানের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করা হবে।


Leave Your Comments