ভোলার বোরহানউদ্দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু, আহত দুই

Date: 2024-11-08
news-banner

ভোলার বোরহানউদ্দিনে কম্পিউটার শিখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইকরাম (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার লেবুকাটা চার রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ইকরাম উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের প্রবাসী মো. হারুন-অর-রশীদের একমাত্র ছেলে এবং তজুমদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে ইকরাম তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে কুঞ্জেরহাট বাজারে কম্পিউটার শিখতে যান। কম্পিউটার প্রশিক্ষণ শেষে সন্ধ্যার দিকে তারা মনিরাম বাজারে যাচ্ছিলেন। এ সময় লেবুকাটা চার রাস্তার মাথা এলাকায় অপর একটি মোটরসাইকেলের সঙ্গে ইকরামের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইকরামসহ তার দুই বন্ধু গুরুতর আহত হন। প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে ইকরামের মৃত্যু হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় নিহত ইকরামের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পায়নি পুলিশ। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপর মোটরসাইকেলটিকে খুঁজে পায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এ দুর্ঘটনায় পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ইকরামের অকালমৃত্যুতে তার পরিবারসহ এলাকাবাসী গভীরভাবে মর্মাহত।

Leave Your Comments