নরসিংদীর পলাশে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত

Date: 2024-11-26
news-banner

নরসিংদীর পলাশ উপজেলায় একটি ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব (১৮) ও সিয়াম (১৮) নামের দুই তরুণ নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ডাংঙ্গা ইউনিয়নের দৃষ্টিনন্দন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব ডাংঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে এবং সিয়াম একই ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের মজিবুর রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাকিব ও সিয়াম মোটরসাইকেলে করে তালতলা এলাকা থেকে ঘোড়াশালের দিকে যাচ্ছিলেন। সান্তানপাড়ার দৃষ্টিনন্দন সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে।

ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রলির চালক পালিয়ে যায়। তবে ট্রলিটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই তরুণের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।


Leave Your Comments