আবারও বিদেশ গমনে নিষেধাজ্ঞা মতিউর রহমান ও পরিবারের সদস্যদের ওপর

Date: 2024-10-21
news-banner

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী লায়লা কানিজ ও পুত্র আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে আবারও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২১ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন দুদক উপ-পরিচালক আনোয়ার হোসেন আদালতে আবেদন করে জানান, মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সম্পদ বিবরণী যাচাইয়ের জন্য একটি ছয় সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। তিনি জানান, গত ১৮ আগস্ট, আদালতের অনুমোদনক্রমে, তাদের বিদেশ গমনে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে, মতিউর রহমান ও তার পরিবার দেশত্যাগের চেষ্টা করছেন, যা সুষ্ঠু তদন্তে বাধা সৃষ্টি করতে পারে।

আবেদনে আরও বলা হয়, মতিউর রহমান ও তার পরিবারের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করার জন্য এবং তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা জরুরি। এ প্রেক্ষিতে আদালত পুনরায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করেন।

এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে "ছাগলকাণ্ডে" ভাইরাল হওয়া মতিউর রহমান এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave Your Comments