সাতক্ষীরার কলারোয়ার ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদের ডিজিটাল বোর্ডে অপ্রত্যাশিতভাবে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, এবং ‘BD 71 Hacker’ লেখা প্রদর্শিত হওয়ায় স্থানীয় মুসল্লিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনা ঘটে সোমবার (৬ জানুয়ারি) মাগরিবের নামাজের পর।
মসজিদের ইমাম জানিয়েছেন, ডিজিটাল বোর্ডটি আগে শুধুমাত্র মসজিদের নাম প্রদর্শনের জন্য ব্যবহৃত হতো। তবে ওই দিন মাগরিবের নামাজের পর মুসল্লিদের নজরে আসে যে বোর্ডে নতুন লেখা ভেসে উঠেছে।
ইমাম বলেন, “কেউ হয়তো হ্যাকিংয়ের মাধ্যমে এ কাজটি করেছে। আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করেছি। এর আগে বোর্ডে শুধু মসজিদের নামই প্রদর্শিত হতো।”
এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই এই ঘটনাকে পরিকল্পিত উসকানি হিসেবে দেখছেন। মসজিদ কমিটি বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্থানীয় আইটি বিশেষজ্ঞদের সহায়তা নিচ্ছে।
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বোর্ডটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন এবং এ ধরনের হ্যাকিং থেকে ভবিষ্যতে রক্ষা পেতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে।
এ ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করার আশ্বাস দিয়েছে।
মসজিদ কমিটির পক্ষ থেকে স্থানীয় মুসল্লিদের উত্তেজিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কোনো গুজব বা ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।