সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন গ্রেপ্তার

Date: 2024-10-27
news-banner

 আজ রবিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে। বেলা সাড়ে তিনটার দিকে ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি মিডিয়া) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিশেষ কিছু অভিযোগের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন।

Leave Your Comments