৯০-এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

Date: 2024-10-20
news-banner

রাজধানীর রামপুরার বাসা থেকে ৯০-এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) রামপুরার নিজ বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি ৪ থেকে ৫ দিন আগে ঘুমের মধ্যেই মারা গেছেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, মনি কিশোর বাসায় একা থাকতেন এবং কয়েকদিন ধরে বাইরে বের হননি। তার ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, এবং ধারণা করা হচ্ছে, তিনি ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেছেন।

মনি কিশোর, যার প্রকৃত নাম ছিল মনি মণ্ডল, কিশোর কুমারের ভক্ত হওয়ায় নিজের নামের সঙ্গে 'কিশোর' যোগ করেছিলেন। তিনি ৯০-এর দশকে বেশ কয়েকটি জনপ্রিয় গানের জন্য পরিচিত ছিলেন। তার গাওয়া ‘কী ছিলে আমার বলো না তুমি’ গানটি বিশেষভাবে শ্রোতাদের মনে স্থান করে নিয়েছিল। তিনি প্রায় ৫০০টির বেশি গানে কণ্ঠ দিয়েছেন এবং ২০টির মতো গান লিখেছেন ও সুর করেছেন।

মনি কিশোর রেডিও এবং টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হলেও তিনি মূলত অডিও গানে বেশি সক্রিয় ছিলেন। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, এবং ‘আমি মরে গেলে জানি তুমি’।

এই প্রখ্যাত শিল্পীর মৃত্যুতে সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে।

Leave Your Comments