আজ ১৭ নভেম্বর, গণআন্দোলনের প্রবাদপ্রতিম নেতা ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামী নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে ৯৬ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মাওলানা ভাসানী ছিলেন ব্রিটিশ ভারত, পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশের রাজনীতির এক অনন্য ব্যক্তিত্ব। তার দৃঢ় নেতৃত্ব, আদর্শিক সংগ্রাম এবং অসাধারণ দূরদর্শিতা তাকে দেশের সাধারণ মানুষের কাছে "মজলুম জননেতা" হিসেবে পরিচিত করে তুলেছিল।
১৯৪৭ সালের পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পূর্ব পাকিস্তানের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যুক্ত হন। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের একজন ছিলেন তিনি। ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে পাকিস্তানের পশ্চিমা শাসকদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানান। জীবনের বেশিরভাগ সময় তিনি কৃষকদের অধিকারের জন্য কাজ করে পূর্ব পাকিস্তান কৃষক পার্টি গঠন করেন এবং সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
তার অনুসারীরা তাকে "লাল মওলানা" বলেও ডাকতেন, কারণ তিনি মাওপন্থী বামধারার রাজনীতির সাথে জড়িত ছিলেন।
মাওলানা ভাসানীর দূরদর্শিতা, ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই এবং তৃণমূল রাজনীতিতে তার অবদান আজও স্মরণীয়। মৃত্যুবার্ষিকীতে দেশের বিভিন্ন স্থানে তার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more