বিছানার পাশে মোবাইল চার্জ দিয়ে ঘুমিয়েছিলেন রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চিকিৎসকের মৃত্যু

Date: 2024-09-27
news-banner

ময়মনসিংহ নগরীর জমির মুন্সি লেন এলাকায় নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডা. তরিকুল ইসলাম নোমান (৪২) নামে এক চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৪) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নোমান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। তিনি ময়মনসিংহের মৃত তাহির উদ্দিনের ছেলে। তার স্ত্রীও মমেক হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান জানান, ডা. নোমানকে তার পরিবারের সদস্যরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তিনি বলেন, "ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। গতরাতেও তিনি হাসপাতালের দায়িত্ব পালন করছিলেন।"

কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ওটি (অপারেশন থিয়েটার) শেষ করে রাত ১টার দিকে বাসায় ফেরেন ডা. নোমান। পরিবারের সদস্যদের বিরক্ত না করে তিনি আলাদা একটি রুমে ঘুমাতে যান। বিছানার পাশে রাখা মাল্টিপ্লাগে মোবাইল ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ মোবাইল ফোনে আগুন ধরে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা পোড়া গন্ধ পেয়ে তার রুমে এসে তাকে দ্রুত উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে যান, তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে অনাপত্তি পত্র জমা দেওয়ার পর পুলিশ মরদেহ হস্তান্তর করেছে।


Leave Your Comments