মাওলানা মিজানুর রহমান আজহারীর স্বপ্নের উদ্যোগ: নতুন প্রজন্মের জন্য গ্রাউন্ডব্রেকিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা

Date: 2024-12-03
news-banner

জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী নতুন প্রজন্মকে দক্ষ ও সৃজনশীলভাবে গড়ে তুলতে গতানুগতিক ধারার বাইরে একটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ উদ্যোগের কথা দেশবাসীকে জানান তিনি।

পোস্টে তিনি লিখেছেন, “আমরা চাই, জনকল্যাণমূলক কাজের পাশাপাশি, গতানুগতিক ধারার বাইরে একটি গ্রাউন্ডব্রেকিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে। যেখানে শুধু দক্ষ ও সৃজনশীল প্রজন্ম তৈরি হবে না, বরং তারা ইসলামি মূল্যবোধকে ধারণ করে দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে।”

আজহারী জানান, এ উদ্যোগের প্রাথমিক পরিকল্পনা ‘Project Alpha’ নামে পরিচিত হবে এবং একটি কোর টিম গঠনের প্রক্রিয়া চলছে। প্রতিষ্ঠানটির চূড়ান্ত নাম পরবর্তীতে জানানো হবে।

তিনি স্বপ্ন পূরণের লক্ষ্য সম্পর্কে বলেন, “আমাদের স্বপ্নটা একটু বড়। তবে আমরা প্ল‍্যানমাফিক প্রতিটা ডট কানেক্ট করে এগোতে চাই। আল্লাহর ওপর নির্ভর করেই আমরা কাজ শুরু করছি।”

অংশগ্রহণের আহ্বান

এই প্রকল্পে অংশ নিতে মাওলানা আজহারী কিছু ক্যাটাগরি নির্ধারণ করেছেন।
প্রার্থীরা ই-মেইল পাঠানোর সময় নিচের ক্যাটাগরি উল্লেখ করতে পারবেন:
১. কোর টিম মেম্বার হতে চাইলে Core Team
২. বিশেষ পরামর্শ দিতে চাইলে Idea
৩. আর্থিক অনুদান বা জমি দিতে চাইলে Contribution
৪. প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে সহায়তা করতে চাইলে Support
৫. ভলান্টিয়ার হিসেবে যুক্ত হতে চাইলে Volunteer

অংশ নিতে ই-মেইল করতে হবে Azhari@gmail.com ঠিকানায় অথবা গুগল ফর্মের মাধ্যমে তথ্য জমা দিতে হবে। ১৩ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে আবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আজহারী জানান, প্রাথমিক বাছাইয়ের পর সিলেক্টেড প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী টিম মিটিংয়ে আমন্ত্রণ জানানো হবে।

এই উদ্যোগকে ইতিবাচক ও দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন তার অনুসারীরা।

Leave Your Comments