মিথিলা-সৃজিতের বিবাহ বিচ্ছেদ

Date: 2024-09-24
news-banner

সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলা, দুই দেশের চলচ্চিত্র জগতে আলোচিত দুই তারকা। তাদের প্রেম ও বিয়ে নিয়ে মিডিয়ায় চর্চার কমতি ছিল না। সৃজিত একজন সফল ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, আর মিথিলা একজন বাংলাদেশি অভিনেত্রী, মডেল ও শিক্ষাবিদ। তাদের প্রথম দেখা ও সম্পর্কের শুরু হয়েছিল সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওর শুটিং সেটে। সেখান থেকে শুরু হয় বন্ধুত্ব, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়।

সৃজিত ও মিথিলা নিজেদের প্রেমের ব্যাপারে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে ২০১৯ সালের ৬ ডিসেম্বর তারা কলকাতায় গোপনে বিয়ে করেন। যদিও এই বিয়ে গোপনে রাখতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত বিষয়টি মিডিয়ার নজর এড়াতে পারেনি। বিয়ের দিন সৃজিতের বাড়ির সামনে ভারতীয় সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত হন। এক পর্যায়ে সৃজিত তাদের সঙ্গে কথা বলেন।

বিয়ের পর মিথিলা সৃজিতের সঙ্গে কলকাতায় বসবাস করতে শুরু করেন। তার আগের বিয়ে হয়েছিল জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে। ২০০৬ সালের ৩ আগস্ট তাদের বিয়ে হয় এবং ২০১৭ সালের জুলাই মাসে তারা বিচ্ছেদে যান। তাহসানের সঙ্গে তাদের একমাত্র কন্যা সন্তান, আইরা, মিথিলার সঙ্গেই থাকছে। সৃজিতের সঙ্গে বিয়ের পর মিথিলা কিছু সময় কলকাতায় বসবাস করেন, তবে পরবর্তীতে কন্যা আইরাকে নিয়ে বাংলাদেশে ফিরে আসেন এবং তাকে ঢাকার একটি স্কুলে ভর্তি করান।

সম্প্রতি তাদের দাম্পত্য জীবন নিয়ে বিচ্ছেদের গুঞ্জন আবারও জোরালো হচ্ছে। সৃজিত ও মিথিলা এখন নিজেদের কাজ নিয়ে অনেক ব্যস্ত, যার ফলে তাদের আগের মতো ঘনিষ্ঠভাবে আর দেখা যাচ্ছে না। চলতি বছরের ২৩ সেপ্টেম্বর সৃজিতের জন্মদিনেও মিথিলা কোনো শুভেচ্ছাবার্তা দেননি, যা এই গুঞ্জনকে আরও তীব্র করেছে।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে দূরত্বের কারণে নানা ধরণের আলোচনা শুরু হয়েছে। মিথিলা কাজের সূত্রে মাঝে মাঝে আফ্রিকার তানজানিয়া কিংবা ইউরোপে থাকছেন, আর সৃজিত কলকাতায় তার কাজের মধ্যে ব্যস্ত। এর ফলে তাদের সম্পর্কে দূরত্বের ফিসফিসানি চলছে। যদিও এর আগে মিথিলা বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন।


Leave Your Comments