মূল্যহীন জীবন- মেহমেদ মিজান

Date: 2024-09-20
news-banner

মা মরিলো ক্যান্সারে, ভাই মরিলো একই ধারে। 
বাবা মরিল গাড়ির তলে, 
আমি মরিলাম পদতলে, 
ইতিহাস কলঙ্কিত রাষ্ট্রের অপমান। 

দেশ দিতে পারেনি উন্নত চিকিৎসা  
নিরাপদ যান,,
বিকৃত মস্তিষ্কে নিরাপত্তা
অন্ন বস্ত্র দান।

বিদ্যাপীঠে ঢুকিনি আমি ঢুকেছে ত্রাসের ঘরে,
খাদ্যের নামে প্রহসন করিল কটাক্ষ করিল মোরে, 
দফায় দফায় মারের আঘাত মজা নিল সকলে।

অসুস্থ আমি ভালোবাসা পাইনি,
পেয়েছি গ্লানি, চোরের অপবাদ, 
বুভুক্ষু দেহে শত আঘাত।

                ~ মেহমেদ মিজান

Leave Your Comments