মিরপুর-১০ মেট্রো স্টেশন শিগগিরই চালু হচ্ছে: ডিএমটিসিএল

Date: 2024-10-11
news-banner
ঢাকা মেট্রো ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ জানিয়েছেন, মিরপুর-১০ মেট্রো স্টেশনের কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আবদুর রউফ বলেন, "আমরা মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছি। সবকিছুই সন্তোষজনক। প্রতিটি প্যারামিটারের সিস্টেম ঠিক আছে। পরীক্ষামূলকভাবে দুটি ট্রেন চলাচল করেছে এবং কারিগরি দল সেটি পর্যবেক্ষণ করেছেন।"

তিনি আরও উল্লেখ করেন, "যাত্রীদের চাহিদা বিবেচনা করে মিরপুর-১০ স্টেশনটি দ্রুত মেরামত করা হয়েছে। স্টেশনটির মেরামত ও প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করে চূড়ান্ত পরীক্ষা চালানো হয়েছে। এই স্টেশনের মেরামতের খরচ কাজীপাড়া স্টেশনের তুলনায় বেশি হবে, কারণ এটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।"

উল্লেখ্য, ১৯ জুলাই শিক্ষার্থীদের ‘কমপ্লিট সাটডাউন’ আন্দোলনের সময় দুর্বৃত্তরা মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায়। এর ফলে টিকিট ভেন্ডিং মেশিন এবং যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার পর ৩৭ দিন ধরে স্টেশন দুটি বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

২৫ আগস্ট থেকে মেট্রো রেলের অন্যান্য স্টেশনগুলোতে চলাচল শুরু হলেও মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ ছিল। পরবর্তীতে, কাজীপাড়া স্টেশনটি ২০ সেপ্টেম্বর স্বল্প খরচে মেরামত করে পুনরায় চালু করা হয়।

Leave Your Comments