মেডিকেল ভর্তি নীতিমালায় পরিবর্তনের আভাস, জানুয়ারিতে হতে পারে ভর্তি পরীক্ষা

Date: 2024-10-11
news-banner
২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে যে, এবারের ভর্তি নীতিমালায় ব্যাপক পরিবর্তন আসতে পারে। এর মধ্যে এইচএসসি মানোন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, গত বছরের ভর্তি নীতিমালায় বেশ কিছু সংস্কারের পরিকল্পনা রয়েছে। দরিদ্র কোটার মাপকাঠি নির্ধারণ, জিপিএ নম্বর কমানো, এবং ১২০ নম্বরের ভর্তি পরীক্ষার প্রস্তাবসহ বেশ কিছু বিষয় প্রাথমিক আলোচনায় এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার পর নীতিমালা চূড়ান্ত করা হবে।

অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর বলেন, "এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে ভর্তি নীতিমালার পরিবর্তন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, মেডিকেল ভর্তি পরীক্ষায় জিপিএর নম্বর বন্টন নিয়ে শিক্ষার্থীদের অভিযোগকে গুরুত্ব দিয়ে নীতিমালায় সংশোধনের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে।


Leave Your Comments