নুরুল হক নুরের আহ্বান: মিডিয়ায় চেহারা দেখাতে বঙ্গভবনের সামনে বিশৃঙ্খলা না করার অনুরোধ

Date: 2024-10-23
news-banner

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জনগণকে বঙ্গভবনের সামনে গিয়ে বিশৃঙ্খলা না করার আহ্বান জানিয়েছেন। নুরুল হক নুর স্পষ্টভাবে জানান, রাষ্ট্রপতিকে সরানোর প্রয়োজন হলে তা সঠিক প্রক্রিয়া অনুসরণ করেই করা হবে, কোনো ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়।

তিনি তার পোস্টে লেখেন, "অতিউৎসাহী হয়ে মিডিয়ায় ফেস দেখাতে বঙ্গভবনের সামনে গিয়ে বিশৃঙ্খলা করবেন না। রাষ্ট্রপতিকে সরানোর প্রয়োজন হলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরানো হবে।"

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে মঙ্গলবার বিকেলে কয়েকটি সংগঠন এবং ছাত্রজনতা বঙ্গভবনের সামনে বিক্ষোভ শুরু করে। রাতে কিছু আন্দোলনকারী গাছের শুকনো ডাল ভেঙে আগুন ধরিয়ে বিক্ষোভের তীব্রতা বাড়ায়। তারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট উত্তাল। শেখ হাসিনা ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পদত্যাগের ঘোষণা দেন, তবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্প্রতি মানবজমিনের সম্পাদক মতিউর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে জানান, শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তিনি পাননি।

এই মন্তব্যের পর থেকেই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।

Leave Your Comments