টেকনাফের শাহপরী দ্বীপ থেকে মিয়ানমার নৌ-বাহিনীর হাতে আটক হওয়া ৫৮ জন জেলে এবং ৬টি মাছ ধরার ট্রলার দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা ও লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।
গত ৬ অক্টোবর টেকনাফ থানার অন্তর্গত শাহপরী দ্বীপের জেটি ঘাট থেকে ৬টি মাছ ধরার ট্রলারে করে ৫৮ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু ৯ অক্টোবর, সেন্টমার্টিন থেকে দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভুলবশত তারা মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে। ওই সময় মিয়ানমার নৌ-বাহিনীর টহলরত একটি স্পিডবোট থেকে তাদের ট্রলারগুলোর দিকে গুলি ছোড়া হয়। এতে ৩ জন জেলে গুলিবিদ্ধ হন, যার মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে মিয়ানমারের নৌ-বাহিনী তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ট্রলারসহ আটক করে।
ঘটনাটি জানার পর বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস তাজউদ্দিন মিয়ানমারের নৌ-বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে জেলেদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল দুপুর ২টায় একটি ট্রলারসহ ১১ জন জেলে (এর মধ্যে একজন মৃত) শাহপরী দ্বীপের জেটি ঘাটে ফিরে আসে। বাকি ৫টি ট্রলার এবং ৪৭ জন জেলেকে বিসিজিএস তাজউদ্দিনের মাধ্যমে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয় এবং পরবর্তীতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।