ময়মনসিংহ মেডিকেল কলেজে চাঁদাবাজি, মাদকসেবন, সন্ত্রাসী কার্যকলাপ এবং ছাত্রদের উপর নির্যাতনের অভিযোগে ২৮ শিক্ষার্থীকে ক্যাম্পাস ও হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃতদের মধ্যে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. অনুপম সাহা এবং সাবেক সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল হাসানসহ বেশ কয়েকজন নেতা-কর্মী রয়েছেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়, যার সভাপতি করা হয়েছে অধ্যাপক ডা. জিম্মা হোসেনকে এবং সদস্যসচিব ডা. মো. বদর উদ্দীনকে।
তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বহিষ্কৃত শিক্ষার্থীদের ক্যাম্পাস ও হোস্টেলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ম-৫২ ব্যাচের ডা. অনুপম সাহা, ডা. মাশফিক আনোয়ার, ডা. মেহেদী হাসান শিমুল, ডা. অনুপম দত্ত অর্ঘ, ম-৫৪ ব্যাচের ডা. মাহিদুল হক অয়ন, ডা. জাহিদুল ইসলাম তুষারসহ আরও অনেকেই রয়েছেন।