মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া হচ্ছে গুলি

Date: 2024-09-18
news-banner

 স্বাধীন ডেস্ক :

মিয়ানমার থেকে ছোড়া গুলি এখন টেকনাফ সীমান্তের মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মংডু সীমান্তবর্তী এলাকায় মধ্যরাত থেকে থেমে থেমে ব্যাপক গুলিবর্ষণ ও মর্টার শেলের বিস্ফোরণ ঘটছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ছোড়া তিনটি গুলি টেকনাফ স্থলবন্দরে এসে পড়ে।

প্রথম গুলিটি স্থলবন্দরের অফিসে এসে পড়ে, যার ফলে অফিসের কাচ ভেঙে যায়। দ্বিতীয়টি মালামাল বহনকারী একটি ট্রাকে লাগে, এবং তৃতীয়টি এসে পড়ে একটি নারকেল গাছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু গুলি পড়ার পরপরই স্থলবন্দরে কর্মরতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত নিরাপদ স্থানে সরে যায়। এ কারণে আপাতত স্থলবন্দরের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিয়ানমারের সীমান্ত থেকে গুলি এসে টেকনাফ স্থলবন্দরে পড়েছে, ফলে সেখানে সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।



Leave Your Comments