মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন ক্লাউডিয়া শেইনবাউম
Date: 2024-10-01
মেক্সিকোর ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ক্লাউডিয়া শেইনবাউম। মঙ্গলবার (১ অক্টোবর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শেইনবাউমের এই দায়িত্ব গ্রহণ মেক্সিকোর রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।
৬২ বছর বয়সী শেইনবাউম আগে মেক্সিকো সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি ২০৩০ সাল পর্যন্ত মেক্সিকোর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। মেক্সিকো, যা সংঘবদ্ধ অপরাধ এবং ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিচিত, বর্তমানে অর্থনৈতিক ঘাটতি এবং অন্যান্য চ্যালেঞ্জের মুখে রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, বিদায়ী প্রেসিডেন্ট অ্যান্ড্রেস মানুয়েল লোপেজ ওব্রাডরের বিচার বিভাগ পুনর্গঠন এবং বিনিয়োগ নীতির বিষয়ে শেইনবাউমকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে।
গোল্ডম্যান সাচস ল্যাটিন আমেরিকা ইকোনমিক রিসার্চের প্রধান আলবার্তো র্যামোস বলেন, "বিনিয়োগকারীরা শেইনবাউমের প্রতি নজর রাখছেন, তিনি কীভাবে বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করবেন তা দেখতে।"
শেইনবাউমের নেতৃত্বে মেক্সিকো কীভাবে অর্থনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে তা এখন বিশ্বজুড়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more