মঙ্গলবার (৮ অক্টোবর) সিলেটের গোয়াইনঘাট উপজেলার রানীরঘাট সীমান্ত এলাকা থেকে মাগুরা জেলার তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগ আনা হয়েছে।
আটককৃতরা হলেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কুপড়িয়া গ্রামের বিনয় দত্তের স্ত্রী মঞ্জুশ্রী (৩৮), তার মেয়ে দীঘি (১৪), এবং শালিখা উপজেলার ছাবড়ি গ্রামের সুকেশ বিশ্বাসের স্ত্রী হীরা বিশ্বাস (১৮)। বিজিবি সূত্র জানিয়েছে, সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধীন সংগ্রাম বিওপির টহল দল রানীরঘাট সীমান্ত পিলার ১২৭২/৫–এর ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে। স্থানীয় মানব পাচারকারী রূপণ (২২) তিনজনকে অবৈধভাবে সীমান্ত পার করানোর চেষ্টা করছিলেন।
বিজিবির টহল দল উপস্থিত হলে পাচারকারী রূপণ পালিয়ে যেতে সক্ষম হন। তবে মঞ্জুশ্রী, তার মেয়ে দীঘি, এবং হীরা বিশ্বাসকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে, এবং মানব পাচারের মতো অপরাধ রোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।