মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করার তাগিদ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Date: 2024-09-17
স্বাধীন ডেস্ক :
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে আরও জোরদার পদক্ষেপ নেওয়ার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি মাদকবিরোধী কার্যক্রমে শুধুমাত্র মাদক বহনকারী ছোটখাট অপরাধীদের নয়, বরং মাদকের সঙ্গে জড়িত মূল গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্টভাবে বলেন, "শুধুমাত্র বাহকদের গ্রেপ্তার করে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। মাদকের সঙ্গে জড়িত বড় বড় গডফাদারদের ধরতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।" তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতিদিন অগ্রগতির রিপোর্ট প্রদান করতে হবে, এবং এ কার্যক্রমের সফলতার ভিত্তিতে অধিদপ্তরের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রমকে দুর্নীতিমুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, "দুর্নীতি কমাতে না পারলে এ সরকারের সাফল্য আসবে না।" তিনি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ ও দুর্নীতির মতো অপকর্ম থেকে দূরে থাকার নির্দেশ দেন এবং তাদের উদ্দেশ্যে বলেন, "মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে। তাই মাদক নির্মূলে আন্তরিকতা ও মানসিকতার পরিবর্তন আবশ্যক।"
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। তারা মাদকবিরোধী কার্যক্রমে সবধরনের সহযোগিতা এবং আন্তরিকতা নিশ্চিত করার ব্যাপারে একমত প্রকাশ করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more