মাকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে রাখার ঘটনায় ছেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর

Date: 2024-11-15
news-banner


বগুড়ার দুপচাঁচিয়ায় হাত খরচের টাকার জন্য মাকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে রাখা মাদ্রাসা ছাত্র সাদ বিন আজিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড আদেশ দেন বলে জানিয়েছেন কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন।

রোববার (১০ নভেম্বর) দুপুরে জেলার দুপচাঁচিয়া উপজেলার আজিজিয়া মঞ্জিলে উম্মে সালমা খাতুন (৫০) নামের ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পর সোমবার (১১ নভেম্বর) রাতে পাঁচপীর অড়োবাড়ি এলাকা থেকে সাদকে আটক করে পুলিশ।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, দীর্ঘদিন ধরে সাদ হাত খরচের টাকা নিয়ে তার মা উম্মে সালমার সঙ্গে বিরোধে ছিলেন। ঘটনার দিনও এই নিয়ে মায়ের সঙ্গে বাগবিতণ্ডার পর রাগ করে মাদ্রাসায় চলে যান। পরে দুপুরে বাড়িতে ফিরে এসে মাকে রান্নাঘরের পেছনে নাক-মুখ চেপে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর তার মরদেহ ডিপ ফ্রিজে রেখে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বাড়ির আসবাবপত্র ভেঙে ডাকাতির নাটক সাজান।

পরে বাবা আজিজুর রহমান বাড়িতে এসে ডিপ ফ্রিজ থেকে উম্মে সালমার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave Your Comments