লোকগানের কিংবদন্তি বারী সিদ্দিকীর জন্মদিন আজ

Date: 2024-11-15
news-banner

আজ, ১৫ নভেম্বর, বাংলাদেশের কিংবদন্তি লোকগানের শিল্পী বারী সিদ্দিকীর জন্মদিন। ১৯৫৪ সালের এই দিনে নেত্রকোণায় জন্মগ্রহণ করেন তিনি। গায়ক, গীতিকার ও বংশী বাদক হিসেবে তার অসামান্য প্রতিভা বাংলাদেশের সংগীতাঙ্গনে চিরকালীন স্মরণীয় হয়ে আছে।

বারী সিদ্দিকী মূলত গ্রামীণ লোকসংগীত এবং আধ্যাত্মিক ধারার গান পরিবেশন করতেন, যা তাকে বাংলার মানুষের হৃদয়ে এক আলাদা স্থান করে দেয়। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘পুবালি বাতাসে’, ‘তুমি থাকো কারাগারে’ ইত্যাদি উল্লেখযোগ্য। এসব গানের মাধ্যমে তিনি শোনার ভিন্ন এক আবহ সৃষ্টি করতেন, যা আজও শ্রোতাদের মুগ্ধ করে। তার সুরের বংশী শুনে অসংখ্য শ্রোতা মোহিত হতেন।

২০১৭ সালের ২৪ নভেম্বর বারী সিদ্দিকী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অনুপস্থিতি সংগীতাঙ্গনে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। তবে তার গাওয়া গানগুলো আজও বাঙালির হৃদয়ে বেঁচে আছে। আজকের এই বিশেষ দিনে ভক্তরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন এবং তার সৃষ্টি চিরকাল ধরে রাখার প্রতিজ্ঞা ব্যক্ত করছেন।

Leave Your Comments