লেবাননের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ১ হাজার ৮০০ জন বাংলাদেশি দেশে ফিরতে নিবন্ধন করেছেন। আগামী ২০ ও ২২ অক্টোবর দুই দফায় অর্ধশত করে বাংলাদেশির দেশে ফেরার প্রক্রিয়া শুরু হবে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাম্প্রতিক কূটনৈতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানান।
তৌহিদ হোসেন বলেন, নিবন্ধিতদের মধ্যে ৯০ শতাংশ অনিয়মিত শ্রমিক, যাদের ফেরত আনার প্রক্রিয়া জটিল। তবে বৈধভাবে নিবন্ধিত ১৬০ জনের মধ্যে প্রতিদিন ৫০ জন করে ফেরত আনার পরিকল্পনা রয়েছে। বৈরুত বিমানবন্দরে চলমান এয়ারলাইন্স ভাড়া বাড়ালেও, মিডেলইস্ট এয়ারওয়েজ প্রতিদিন ৫০ জনের জন্য সিট বরাদ্দ দিচ্ছে।
অন্যদিকে, অনিয়মিত শ্রমিকদের জন্য লেবানন থেকে ক্লিয়ারেন্স নেওয়ার প্রক্রিয়া সহজ করতে জরিমানা মওকুফের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া, বিকল্প হিসেবে সমুদ্রপথে তুরস্ক হয়ে ফিরিয়ে আনার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে, যা অনেক ব্যয়বহুল হলেও প্রয়োজন হলে সেটিও করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।