দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে রোববার থেকে তীব্র লড়াই শুরু হয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, সীমান্তের ব্লিদা গ্রামে তারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে "পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে" মেশিনগান নিয়ে লড়াই করছে। এর আগে, ইসরায়েলের উত্তরাঞ্চলে হাইফা বন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের সীমান্ত অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে এবং হিজবুল্লাহ ঘাঁটিসহ অন্যান্য এলাকায় বোমা হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনীর কিছু স্থানে হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে সরাসরি সংঘর্ষ চলছে বলে জানানো হয়েছে।
লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, শনিবার নবতিয়েহ শহরের একটি বাজারে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। এছাড়া রোববার লেবাননের একটি সীমান্ত গ্রামে শত বছরের পুরোনো একটি মসজিদ ধ্বংস হয়েছে। কাফার তিনবিত শহরের মেয়র ফুয়াদ ইয়াসিন এএফপিকে জানান, এই হামলায় ঐতিহাসিক মসজিদটি ধ্বংস হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের কাছে অত্যন্ত প্রিয় ছিল।
ইসরায়েলি বাহিনী লেবাননের খ্রিস্টান অধ্যুষিত পর্বত এলাকায়ও হামলা চালিয়েছে, যেখানে শিয়া মুসলিম সম্প্রদায় বাস করে। উত্তর লেবাননের দেইর বিল্লা গ্রামে ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ইসরায়েলি হামলায় অন্তত তিনটি গ্রামে ১৫ জন নিহত হয়েছেন।