লক্ষ্মীপুরে ছাত্র আন্দোলনে গুলি: যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সোহাগ গ্রেপ্তার
Date: 2024-12-06
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগে লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেন হত্যাসহ পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে সদর থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি মো. আবদুল মোন্নাফ জানিয়েছেন, গ্রেপ্তার সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালান। প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাউদ্দিন টিপু তার বাসভবনের ছাদ থেকে সহযোগী গিয়াস উদ্দিন সোহাগসহ অন্যান্যদের নিয়ে শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি চালান।
এতে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত হন এবং তিনশ জনেরও বেশি আহত হন।
এ ঘটনায় দায়ের করা একাধিক মামলায় যুবলীগ ও ছাত্রলীগের হাজারো নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিহতের স্বজন ও আন্দোলনকারীরা দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more