বুধবার (আজ) বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা উদযাপিত হচ্ছে। শারদীয় দুর্গোৎসবের পর প্রথম পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজা পালন করা হয়, যা কোজাগরী পূর্ণিমা নামেও পরিচিত। দেবী লক্ষ্মীকে ধন-ঐশ্বর্য, সৌভাগ্য ও উন্নতির প্রতীক হিসেবে পূজা করা হয়।
শাস্ত্রমতে, দেবী লক্ষ্মী হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে ধন-সম্পদ ও সৌভাগ্য নিয়ে আসেন। পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে পূর্ণ করতে মর্ত্যে আসেন বলে বিশ্বাস করা হয়। তাই, এদিন বাঙালি হিন্দুদের ঘরে ঘরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হয়। বার্ষিক এই পূজার পাশাপাশি অনেক পরিবারে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপূজা পালন করা হয়।
লক্ষ্মীপূজার বিশেষ আচার-অনুষ্ঠানের মধ্যে অনেক হিন্দু নারী উপবাসব্রত পালন করেন। ঘরবাড়ির আঙিনায় দেবীর পায়ের ছাপের আলপনা আঁকা হয় এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয়। সাধারণত, এই পূজা ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে পরিবারগুলো ধর্মীয় রীতিনীতি ও প্রার্থনা করে দেবী লক্ষ্মীর কৃপা কামনা করে।