শেরপুরে নিখোঁজের ৩ দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার

Date: 2024-09-18
news-banner

স্বাধীন ডেস্ক :

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ৩ দিন পর আব্দুর রশিদ (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার চোপীনগর ইউনিয়নের চক চুপিনগর গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রশিদ পেশায় একজন দর্জি ছিলেন এবং তিনি চিরকুমার ছিলেন। গত শনিবার ফজরের নামাজ শেষে হাঁটার জন্য বের হন, কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি। তিন দিন পর সোমবার সকালে চক চুপিনগর উত্তরপাড়া গ্রামের একটি পুকুরে তার লাশ ভেসে ওঠে। গ্রামবাসী তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



Leave Your Comments