লালমনিরহাটে বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে জামায়াত ও ছাত্রশিবির

Date: 2024-09-30
news-banner

 গভীর রাতে লালমনিরহাটের দুই উপজেলায় বন্যাকবলিত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সাম্প্রতিক ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় জেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। খাদ্য সংকটে ভুগতে থাকা এসব মানুষের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে দলটি।

 গভীর রাতে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, আদিতমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির হায়দার আলী, সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি ওসমান গনি, এবং মহিষখোচা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave Your Comments