লালমনিরহাটে ১৩০০ পিস ভারতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক, ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার আরও ২ যুবক
Date: 2024-10-01
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চোরাচালানবিরোধী আঞ্চলিক টাস্কফোর্সের অভিযানে ১৩০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। একই অভিযানে ৩ কেজি গাঁজাসহ আরও দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার কাকিনা-রংপুর আঞ্চলিক সড়কের সিরাজুল মার্কেটে এই অভিযান পরিচালিত হয়। আটক দম্পতি হলেন, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার গুলশান নগরের শিরিনা আক্তার ও তার স্বামী স্বপন সরকার। এছাড়া কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামের গধাধরের ছেলে বিষ্ণু কুমার (৩০) ও একই গ্রামের কামিনী রায়ের ছেলে সঞ্জয় চন্দ্রকেও আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিরিনা আক্তার ও স্বপন সরকার নিষিদ্ধ ভারতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেট রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমামের নেতৃত্বে চোরাচালানবিরোধী আঞ্চলিক টাস্কফোর্স একটি অভিযান পরিচালনা করে। সিরাজুল মার্কেটে দম্পতিকে তল্লাশি করে তাদের শরীর থেকে ১৩০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় সঞ্জয় চন্দ্র ও বিষ্ণু কুমারের কাছে সাড়ে ৩ কেজি গাঁজা পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, "চোরাচালানবিরোধী আঞ্চলিক টাস্কফোর্সের অভিযানে এসআই শাকিলার রহমান ও এসআই মো. আবু নাসেরের নেতৃত্বে একটি টিম সফলভাবে অভিযানে অংশ নিয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।"
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more