আমির খানের 'লাল সিংহ চড্ডা' নিয়ে শাহরুখ খানের রসিক মন্তব্য, ভাইরাল ভিডিও

Date: 2024-10-03
news-banner

 বলিউডের বাদশা শাহরুখ খান কেবল অভিনয় দক্ষতায়ই নয়, তাঁর চটপটে মন্তব্য এবং রসবোধের জন্যও বিখ্যাত। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় থাকা শাহরুখ খান তাঁর কৌতুকপূর্ণ মন্তব্যে আবারও আলোচনায় এসেছেন। অনুষ্ঠানটি পরিচালনায় শাহরুখকে সঙ্গ দিচ্ছিলেন অভিনেতা ভিকি কৌশল। আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে আমির খানের ছবি 'লাল সিংহ চড্ডা' নিয়ে শাহরুখের একটি রসিক মন্তব্য।

শাহরুখ দাবি করেন, যে কোনো বড় মাপের ছবির প্রস্তাব প্রথমে তাঁর কাছে আসে। তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিলে অন্য অভিনেতাদের কাছে যায়। ভিকি কৌশল তখন একের পর এক ছবির নাম করেন, যার মধ্যে আমির খানের 'লাল সিংহ চড্ডা' ছবির নামও উঠে আসে। মজার ছলে শাহরুখ জবাব দেন, “এই ছবিতে আমিরেরও কাজ করা উচিত হয়নি।” রসিকতার মাধ্যমে তিনি ছবির গুণমান নিয়ে কটাক্ষ করেন। তবে ভুল বোঝাবুঝি এড়াতে সঙ্গে সঙ্গেই শাহরুখ যোগ করেন, "আমির, আমি তোমাকে ভালোবাসি।"

'লাল সিংহ চড্ডা' হলিউডের বিখ্যাত ছবি 'ফরেস্ট গাম্প'-এর হিন্দি রিমেক। ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করেছিলেন করিনা কপূর খান। প্রায় ১৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ছবিটি বক্স অফিসে মাত্র ১৩০ কোটি টাকা আয় করে, যা প্রত্যাশার তুলনায় অনেক কম ছিল। সমালোচকদের কাছ থেকেও মিশ্র প্রতিক্রিয়া পায় ছবিটি। এ ছবিতেই শেষবার আমির খানকে বড় পর্দায় দেখা গিয়েছে।

শাহরুখের এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

Leave Your Comments