পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ৩০৪ গ্রাম ওজনের বিশাল আকারের একটি ইলিশ ৬ হাজার ৩২৫ টাকায় বিক্রি হয়েছে। বুধবার বিকেলে কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে মুনসুর আলীর জালে ধরা পড়া এই ইলিশটি নিয়ে স্থানীয় মাছ বাজারে বেশ আলোড়ন সৃষ্টি হয়।
ইলিশটি বিক্রির জন্য কুয়াকাটা মাছ বাজারের ঘরামী ফিস আড়তে নিয়ে আসা হলে নিলামে তোলা হয়। ফিস ভ্যালির পক্ষে মৎস্য ব্যবসায়ী মো. হাসান ১ লাখ ১০ হাজার টাকা মণ দরে ইলিশটি কিনে নেন। এই বিরল সাইজের ইলিশটি দেখতে সেখানে অনেকেই ভিড় জমায়।
স্থানীয় মাছ ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, "এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। নিষেধাজ্ঞার পর এই প্রথম এমন একটি বড় ইলিশ পাওয়া গেল। এটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী হাসান।"
জেলে মুনসুর আলী বলেন, "২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে প্রথমবারের মতো এমন বড় ইলিশ পেয়েছি। বড় মাছের চাহিদা বেশি, তাই দামও ভালো। যদিও সাগরে এখন ইলিশ মাছের সরবরাহ কম, তবে এত বড় মাছ পাওয়া আমাদের জন্য খুবই আনন্দের।"
আড়ত ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, "এত বড় ইলিশ কুয়াকাটা মাছ বাজারে খুবই বিরল। তাই নিলামে এই মাছটি ১ লাখ ১০ হাজার টাকা মণ দরে ৬ হাজার ৩২৫ টাকায় বিক্রি হয়েছে।"
কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা এ ঘটনাকে ইতিবাচক উল্লেখ করে বলেন, "এত বড় সাইজের ইলিশ মূলত গভীর সমুদ্রে পাওয়া যায়। সমুদ্রের মোহনায় পলি জমে গভীরতা কমে যাচ্ছে, যা মাছ ধরা কমিয়ে দিচ্ছে। মোহনা খনন এবং জালের আকার বাড়ালে আরও ইলিশ পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।"
এই বিরল ইলিশের জন্য কুয়াকাটা মাছ বাজারে আজ এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।