কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ গ্রেপ্তার

Date: 2024-10-02
news-banner

কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষ অভিযানের মাধ্যমে সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ এবং অভিযোগ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

গ্রেপ্তারের পর আব্দুর রউফকে র‍্যাব হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে।

Leave Your Comments