কুষ্টিয়ার মিরপুরে একটি কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি মঙ্গলবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর এলাকায় ঘটে। নিহতরা হলেন মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের বিটু গায়েন (৩০) এবং গুরা সর্দার (৭৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ভ্যান ও তার দুই যাত্রী কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। দুর্ঘটনার ফলে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা যাত্রীদের ভোগান্তির কারণ হয়।
চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, “কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটি কুষ্টিয়া থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিল। একই দিকে চলমান ভ্যানের পেছনে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।”
এদিকে, দুর্ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ পরিচালনা করে যানজট নিরসন করে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণ তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। স্থানীয়রা মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।