কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের চাপায় দুই বোনসহ একই এলাকার চার শিশু নিহত হওয়ার ঘটনায় মাইক্রোবাসের চালক কাবের আলীকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ঈদগাহপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাবের আলীকে তার বোনের বাড়ি থেকে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি অভিযানিক দল আটক করে। বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
কাবের আলী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আমতৈল গ্রামের সরোয়ার উদ্দিনের ছেলে। এর আগে, ২৯ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে খোকসার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। চারটি শিশু আরবি পড়া শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বোনসহ একই এলাকার চার শিশু নিহত হয়।
নিহত চার শিশু হলো একই পরিবারের দুই সদস্য ও তাদের প্রতিবেশী দুই শিশু, যারা পাশাপাশি বাড়িতে বসবাস করত। এই মর্মান্তিক দুর্ঘটনা গোটা এলাকায় গভীর শোকের ছায়া নামিয়ে আনে।
এ ঘটনার পর থেকেই মাইক্রোবাসের চালক কাবের আলী পলাতক ছিলেন। অবশেষে তাকে র্যাব গ্রেপ্তার করতে সক্ষম হয়।