কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

Date: 2024-11-17
news-banner

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। লাশটি নারী না পুরুষ তা প্রাথমিকভাবে সনাক্ত করা সম্ভব হয়নি। শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকার মজনুর ইটভাটার নিকটে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয়রা।

এ বিষয়ে পাবনা লক্ষীকুন্ডা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী জানান, সকাল সাড়ে ৯টার দিকে নদীতে ডুবিয়ে রাখা একটি নৌকার কাছে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, লাশটি এতটাই পঁচে গেছে যে এর বয়স, লিঙ্গ বা মৃত্যুর কারণ প্রাথমিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীরও ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পদ্মা নদী থেকে উদ্ধারকৃত লাশটি পাবনা নৌ পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।”

স্থানীয়দের মতে, লাশটি সম্ভবত দূরবর্তী কোনো এলাকা থেকে ভেসে এসেছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনার শিকার তা তদন্তের পর জানা যাবে।

Leave Your Comments